ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কাঠালিয়ায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু : ঘাতক ছেলে আটক

কাঠালিয়ায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু : ঘাতক ছেলে আটক

ফারুক হোসেন থান, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি >>

ঝালকাঠির কাঁঠালিয়ায় মানসিক ভারসম্যহীন ছেলের লাঠির আঘাতে মা রাশিদা মল্লিকের (৬০) মৃত্যু ঘটেছে। েআজ মঙ্গলবার দুপুরে সদরের দক্ষিন আউরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিহত মা রাশিদা মল্লিক উপজেলার দক্ষিন আউরা গ্রামের মৃত শাহজাহান মল্লিকের স্ত্রী ও কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বর ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাশিদা মল্লিক দুপুরে বাড়িতে রান্না করছিলেন। এসময় তাঁর মানসিক ভারসম্যহীন ছেলে বাদশা মল্লিক (৩২) ঘরে খাবার না পেয়ে উত্তেজিত হয়। এক পর্যায়ে আকস্মিকভাবে লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কাঠালিয়া থানারা উপ-পরিদর্শক মো. আবদুস সালাম জানান, অভিযুক্ত ছেলে বাদশা মল্লিক মানসিক ভারসম্যহীন এক যুবক। সে কোন কারণ ছাড়াই তার মাকে লাঠি দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়।
এছাড়া অন্যকোন কারণ আছে কীনা তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় জনতার সহযোগিতায় উপজেলার জয়খালী গ্রামের বিষখালী নদীর পাড় থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার পর পর উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার, ইউএনও ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম, সদর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম কবির সিকদার ও বিকেলে জেলা অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহামুদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...