ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘরে গৃহবধূর লাশ ! পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা

মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘরে গৃহবধূর লাশ ! পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় আসমা বেগম(৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

থানা পুলিশ উপজেলার আঙ্গুলকাটা গ্রাম থেকে আজ বৃহস্পতিবার বিকেলে স্বামীর তালাবদ্ধ ঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। নিহত আসমা বেগম কাতার প্রবাসী নাছির খানের স্ত্রী ও মঠবাড়িয়া পৌর শহরের নিউ মার্কেট এলাকার মৃত সুলতান মৃধার মেয়ে। আসমার মামা মো. জালাল মৃধা অভিযোগ করে বলেন, তার ভাগ্নি আসমাকে শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করে ঘরের আঁড়ার সাথে লাশ ঝুলিয়ে রাখে।

থানা ও পারিবারিক সূত্রে জানাযায়, মঠবাড়িয়া পৌরশহরের নিউ মার্কেট এলাকার সুলতান মৃধার মেয়ে আসমা বেগমের সাথে প্রায় ১৭ বছর আগে উপজেলার আঙ্গুলকাটা গ্রামের আব্দুল লতীফ খানের ছেলে নাছির উদ্দিন খান(৩৮) এর সাথে বিয়ে হয়।

আসমা নিঃসন্তান হওয়ায় স্বামী নাছির এবং ননদ ফিরোজার সাথে তাদের কলহ চলে আসছিল। নাছির গত একমাস আগে কাতার চলে যায়। আসমা দুইদিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসে গত মঙ্গলবার পুনরায় শ্বশুর বাড়ি ফিরে যায়। আসমার ননদ ফিরোজা বেগম আজ বৃহস্পতিবার দুপুরে ওই বাড়িতে গিয়ে ঘরের তালা খুলে ভিতরে ঢুকে আঁড়ার সাথে তার ভাবির লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

মঠবাড়িয়া থানার থানার অঢফসার ইনচার্জ কেেএম তারিকুল ইসলাম জানান, গৃহবধূর মৃত্যু রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ব্যাপারে নিহতের ননদ ফিরোজা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল শুক্রবার ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...