ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগ : অভিযুক্ত বখাটেরা ধরা পড়েনি

মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগ : অভিযুক্ত বখাটেরা ধরা পড়েনি

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় ফিল্মী স্টাইলে এক স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
ওই স্কুল ছাত্রীর আপন ফুফাতভাই সিয়ামুল হকের নেতৃত্বে এ অপহরণ চেষ্টা চালানো হয়। অভিযুক্ত বখাটে সিয়াম পার্শ্ববর্তী পাথরঘাটা উপজেলার মানিকখালী গ্রামের মো. নাজমুল হকের ছেলে।
এ ঘটনায় ওই ছাত্রীর মা মঠবাড়িয়া থানায় লিখিত অভিয়োগ দিলেও গত তিন দিনেও থানা পুলিশ অভিযুক্ত বখাটেদের গ্রেফতার করতে পারেনি।

থানা ও পারিবারিক সূত্রে জানাযায়, উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের গার্মেন্ট ব্যবসায়ীর মেয়ে ও স্থানীয় সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর মেধাবী ছাত্রী গত মঙ্গলবার দুপুরে বাসা থেকে প্রাইভেট পড়তে রওনা হয়। এসময় বাসার নিকটবর্তী সেতু পার হওয়ার সময় পূর্বে ওৎ পেতে থাকা আপন ফুফাত ভাই বখাটে সিয়ামুল হক তার ৪/৫ জন সহযোগি বখাটে মিলে তিনটি মোটসাইকেল নিয়ে স্কুল ছাত্রীর গতি রোধ করে। পরে বখাটেরা ওই ছাত্রীকে জোর পূর্বক মোটরসাইকেলে তুলে নেয়ার চেষ্টা চালায়। এসময় ওই স্কুল ছাত্রী ডাক চিৎকার দিলে প্রতিবেশি শিউলী রানী শিকদার ও স্কুল ছাত্রীর মা ঘটনাস্থলে ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়।
ভূক্তভোগি ছাত্রী জানায়, তার ফুফাতো ভাই বখাটে সিয়াম দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করে আসছিল। কিন্তু লোকলজ্জার ভয়ে কাউকে সে বলতে পারেনি।

স্কুল ছাত্রীর মা জানান, এঘটনায় মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দিলেও থানা পুলিশ অজ্ঞাত কারনে কোন ব্যবস্থা নেয়নি। বরং ওই ঘটনার পর বখাটে সিয়াম তাকে আর তার মেয়েকে নানা ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন।

এ বিষয়ে সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তবে অভিযুক্ত বখাটের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেয়া হয়নি।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইন-চার্জ কেএম তারিকুল ইসলাম লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণের চেষ্টার ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...