ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় স্বামী হত্যা মামলায় স্ত্রী ও শ্যালিকা গ্রেফতার

মঠবাড়িয়ায় স্বামী হত্যা মামলায় স্ত্রী ও শ্যালিকা গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় আল-আমিন হাওলাদার (২৬) নামে এক যুবক শ্বশুর বাড়িরে লোজনের মারধরে নিহত হওয়ার অভিযোগে তার স্ত্রী পলি আক্তার (২২) ও ছোট বোন ডলি আক্তার(২০)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী বরগুনার বামনা উপজেলার অযোধ্যা গ্রামে আসামী পলির খালা বাড়ি থেকে অভিযুক্ত দুই বোনবে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই বোন ডলি ও পলি মঠবাড়িয়ার ঘোষের টিকিকাটা গ্রামের সৌদি প্রবাসী ফুল মিয়ার মেয়ে ।

মামলা সূত্রে জানাগেছে, শহরের সবুজ নগর এলাকার আবু হানিফ হাওলাদারের ছেলে আল আমীনের সাথে পারিবারিক সম্মতিতে তিন বছর আগে ঘোষের টিকিকাটা গ্রামের সৌদি প্রবাসী ফুল মিয়ার মেয়ে পলি আক্তারের সাথে বিয়ে হয়। বিয়ের পর শ্বশুর ফুল মিয়া মেয়ের জামাই আল আমীনকে বিদেশে পাঠানোর কথা বলে তিন লাখ টাকা গ্রহন করেছিলেন। কিন্তু জামাই আল আমিনকে বিদেশে না নেয়ার জন্য শ্বশুর বাড়ির সাথে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় স্বামী-স্ত্রীর সাথে কলহ সৃষ্টি হলে স্ত্রী পলি স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে বসবাস শুরু করে। পরে কিছুটা সমঝোতার সৃষ্টি হলে আল আমিন শ্বশুর বাড়িতে বসবাস শুরু করেন। আল আমীনের শ্বশুর ফুল মিয়া সৌদি থেকে বাড়িতে ফিরে এলে বিদেশ পাঠানোর বিষয়টি নিয়ে পুনরায় জামাই শ্বশুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। এঘটনার জের ধরে গত ৬ এপ্রিল গভীর রাতে শ্বশুর বাড়িতে শ্বশুর, স্ত্রী, শাশুড়িসহ অন্যান্য আসামীরা মিলে আল আমিনকে মারধর করে আহত হয়। গুরুতর আহত অবস্থায় আলামীনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৭ এপ্রিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল- আমীনের মৃত্যু ঘটে। এ মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে আল আমিন বিষপানে মারা যায় বলে প্রচার চালিয়ে হাসপাতালে লাশ ফেলে আল আমিনের শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। পরে আল আমিনের লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আল আমীনের মা সুফিয়া বেগম বাদী হয়ে গত ১ জুন ছেলেকে হত্যার অভিযোগ এনে শ্বশুর বাড়ির সাত জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, আল আমিনের লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মা হত্যা মামলা দায়ের করলে নিহত আল আমিনের স্ত্রী ও তার এক বোনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীরা পলাতক তাদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...