ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় গ্রামীণ রাস্তার ওপর ইটের পাঁজা !

মঠবাড়িয়ায় গ্রামীণ রাস্তার ওপর ইটের পাঁজা !

মঠবাড়িয়া প্রতিনিধি >>
পিরোজপুরের মঠবাড়িয়ার পাতাকাটা গ্রামের চলাচলের রাস্তার ওপর ইটের পাঁজা স্থাপন করেছেন সরোয়ার হোসেন মোক্তার নামে এক ইউনিয়ন আওয়ামীলীগ নেতা। ইটের পাঁজা মালিক সরোয়ার হোসেন উপজেলার ধানীসাফা ইউনিয়ন আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক। ওই আ.লীগ নেতা রাস্তা জুড়ে ইটের পাঁজা স্থাপন করে সেখানে কাঠ দিয়ে নির্বিঘেœ ইট পুড়ছেন। রাস্তার ওপর ইটের পাঁজা স্থাপন করায় গ্রামবাসির চলাচলে বিঘœ ঘটছে। জনসাধারণের চলাচলেল রাস্তার ওপর অনুমোদনবিহীন ইটের পাঁজা স্থাপন করলেও ইটের পাঁজা মালিক আ.লীগ করেন বিধায় এলাকার কেউ বাঁধাও দিতে পারছেন না।
আজ বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়ার পাতাকাটা গ্রামে ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে জানাগেছে, পাতাকাটা গ্রামের সুলতান আহম্মেদ মোক্তারের ছেলে স্থানীয় ধানীসাফা ইউনিয়ন আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক সরোয়ার হোসেন গ্রামের কৃষিজমিতে বিশালকৃতির ইটের পাঁজা স্থাপন করেছেন। কৃষিজমিতে গড়ে তোলা ইটের পাঁজার ইট ইতিমধ্যে পুড়িয়ে ইট তৈরী সম্পন্ন হয়েছে। গত এক সপ্তাহ আগে কৃষিরজমির ইটের পাঁজাটি মাঠের জলাবদ্ধতার কবলে পড়ে। এরপর ইটের পাঁজা মালিক নতুন করে মাঠের পার্শ্ববর্তী গ্রামের চলাচলের রাস্তার জুড়ে আরও একটি ইটের পাঁজা স্থাপন করেন। বুধবার বিকালে সেখানের রাস্তাজুড়ে জ্বালানী কাঠ মজুদ করে ইটের পাঁজায় আগুন লাগানো হয়। গ্রামবাসির নিত্য চলাচলের প্রধান রাস্তার ওপর এ অনুমোদনবিহীন ইটের পাঁজা স্থাপনের কারনে চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। অপরদিকের রাস্তার ওপর ওই ইটের পাঁজার ধোঁয়া ছড়িয়ে পড়ছে গ্রাম জুড়ে। এছাড়া সড়কের পার্শ্বূস্থ কয়েকটি খেজুর গাছ ধোঁয়া ও আগুনের তাপে বিবর্ণ হয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পাতাকাটা গ্রামের এক যুবক জানান, কৃষিজমিতে একটা বড় ইটের পাঁজা থাকলে নতুন করে রাস্তার ওপর ওই ইট পাঁজা মালিক আরও একটা পাঁজা স্থাপন করেছেন। এতে মানুষের চলাচল ও পরিবেশ বিঘিœত হচ্ছে। গ্রামের চলাচলের রাস্তার ওপর ইটের পাঁজা বসিয়ে ইট পোঁড়ানোর অনুমোদন কে দিয়েছে তা জানারও সাহস গ্রামের কারও নেই। শুনেছি ওই ইট পাঁজা মালিক ইউনিয়ন আওয়ামীলীগের নেতা।
একটি সূত্রে জানাগেছে, উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা হাইকোর্টে অবৈধ ঘোষণা করায় অবৈধ ইট ভাটা ও পাঁজার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা যাচ্ছেনা।
এ বিষয়ে ইট পাঁজা মালিক মো. সরোয়ার হোসেন মোক্তার বলেন, আমার কৃষিজমিতে ইটের পাঁজায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় আমি ক্ষতির সম্মূখীন। কয়েকহাজার কাঁচা ইট বানানো ছিল। নিরুপায় হয়ে রাস্তার পাশে কয়েক হাজার ইট পোড়াতে হচ্ছে। তবে এতে জনসাধারণের চলাচলে কোন সমস্যা হচ্ছেনা। আমি ইটের পাঁজাটি আজ কালের মধ্যে রাস্তা থেকে সরিয়ে নেব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন বলেন, বিষয়টি আমি লোকমুখে জানতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি। একদিনের মধ্যে রাস্তা থেকে ইটের পাঁজা সরিয়ে না নিলে ঘটনাস্থলে গিয়ে ইটের পাঁজা মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...