ব্রেকিং নিউজ
Home - অপরাধ - নাজিরপুরে প্রেমিক যুগলকে আটকে রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

নাজিরপুরে প্রেমিক যুগলকে আটকে রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরের নাজিরপুরে এক প্রেমিক যুগলকে আটকে রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আরিফুর রহমান সবুজের বিরুদ্ধে।

অভিযোগে জানা গেছে, রবিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আরিফুর রহমান সবুজ শ্রীরামকাঠী বন্দরের মুদি-মনোহারী মালামালের পাইকারী ব্যবসায়ী বিজয় মন্ডলের পুত্র মাষ্টার্স শেষ বর্ষের ছাত্র বিপ্লব মন্ডল ও তার প্রেমিকাকে আটকে রেখে এ চাঁদা দাবী করেন। পরে থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ওই দিন রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়। ঘটনার স্বীকার বিপ্লব মন্ডল ও তার প্রেমিকা জানান, ওই দিন বিকালে স্থানীয় শ্রীরামকাঠী বন্দরের আশ্রম সংলগ্ন মৃত রমনি মজুমদারের পুত্র ও বিপ্লবের বন্ধু উত্তম মজুমদার তাদের দাওয়াত করে তার বাড়িতে নেয়। পরে ছাত্রলীগ নেতা আরিফুর রহমান সবুজের সহায়তায় তাদেরকে ওই বাড়িতে তালা দিয়ে আটকে রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে।

এ ব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সবুজ বলেন, ঘটনার পরে পুলিশ তাকে স্বাক্ষী হিসাবে সেখানে ডেকে নিয়ে যান। তবে আটককৃতদের উদ্ধার কালে ওই ছাত্রলীগ নেতা তার কাছে থাকা ওই ঘরের চাবি দিয়ে থানা পুলিশ, সাংবাদিক ও স্থানীয়দের সামনেই ওই ঘরের তালা খুলে দেন। এ ব্যাপারে থানা পুলিশের অফিসার ইন চার্জ মো. হাবিবুর রহমান জানান, এ ব্যাপারে কোন মামলা হয় নি। তবে ওই প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করে তাদের অভিভাবকদের কাছে প্রদান করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...