ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভান্ডারিয়ায় র‌্যাবের অভিযানে ৪২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

ভান্ডারিয়ায় র‌্যাবের অভিযানে ৪২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

ভান্ডারিয়া প্রতিনিধি >>
পিরোজপুরের ভান্ডারিয়া র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক শনিবার বিকালে অভিযান চালিয়ে মোতালেব বেপারী(৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসয় র‌্যার তার কাছে মজুদকৃত ৪২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি মোতালেব ভান্ডারিয়ার লক্ষ্মীপুরা গ্রামের মৃত আব্দুল কাদের বেপারীর ছেলে।
র‌্যাব সূত্রে জানাগেছে, ভান্ডারিয়ার লক্ষীপুরা গ্রামের লক্ষীপুরা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বটতলা হতে কনুদাস কাঠিগামি সড়কের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর মাদক কেনা বেচার গোপন সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি এএসপি মো. কফিলউদ্দীন এর নেতৃত্বে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে মোতালেবকে আটক করে।
পরে জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার নিকট ইয়াবা রক্ষিত আছে। পরবর্তীতে ধৃত আসামীর স্বীকারোক্তি মোতাবেক স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে মোতালেব বেপারী টিশার্টের বাম পাশের বুক পকেট হতে একটি স্বচ্ছ ছোট পলিপ্যাকের মধ্যে রক্ষিত ৪২ পিস লালচে রংয়ের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব সদস্যরা ।
র‌্যাব জানায়, মোতালেব দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাসহ বিভিন্ন থানা এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. হাবিবুর রহমান বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত মাদক কারবারিকে আজ রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...