ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে কলেজ শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরে কলেজ শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক সদানন্দ গাইন এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় সরকারি সোহ্রাওয়ার্দী কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে কলেজ চত্ত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর শরাফত হোসেন, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক সমরজিৎ হাওলাদার, কলেজের ভিপি এস এম বায়েজিদ হোসেন প্রমুখ।
ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা শিক্ষক সদানন্দ গাইনের উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এ ঘটনা সাথে জড়িতর অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবী জানান।
গতকাল সেমবার সকালে প্রতিদিনের মত তিনি হাঁটতে বের হলে শহরের বাইপাস সড়ক থেকে হেটে আসার সময় নতুন জেল খানার সামনে এক যুবক পিছন থেকে এসে ধারালো দা দিয়ে শিক্ষক সদানন্দ গাইনের মাথার আঘাত করে আহত করে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...