ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র অপহরণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র অপহরণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় আবু কাশেম(৮) নামে হাফেজী পড়ুয়া ছাত্র এক মাদ্রাসা ছাত্রকে অপহরনের প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছে। আজ সোমবার উপজেলার সাপলেজা বাবুরহাট নুরানী ক্যাডেট হাফেজী মাদ্রাসার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মাদ্রসা ছাত্র আবু কাশেমকে অপর এক মাদ্রাসার প্রধান শিক্ষক অপহরণের অভিযোগ এনে তার বিচার দাবি করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, মাদ্রাসার প্রধান শিক্ষক মো. বাকি বিল্লাহ্, ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক বেল্লাল কাজী, সদস্য মোঃ ইব্রাহীম হোসেন, শিক্ষক এনামুল হক প্রমুখ।
অপহরণকারী মাওলানা ইয়াছিনের বিচার বাদী করে সভায় বক্তারা অভিযোগ করেন, সাপলেজা ইউনিয়নের খেতাছিরা গ্রামের জেলে নাসির মোল্লার হাফেজী পড়ুয়া ছেলে আবু কাশেম গত ২মে মাহফিল শোনার জন্য খেতাছিরা হাজী জয়নাল আবেদীন নুরানী কওমি মাদ্রাসায় গেলে ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ইয়াছিন আবু কাশেমকে অপহরণ করে। অনেক খোঁজাখুজি করে গত ৫ মে পাশ্ববর্তী হাজীগঞ্জ গ্রামের জনৈক আব্দুল মালেকের বাড়ি থেকে কাশেম কে গভীর রাতে উদ্ধার করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...