ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ইউপি নির্বাচনের জের ! নাজিরপুরে ব্যবসায়ীকে জুতা পেটা !!

ইউপি নির্বাচনের জের ! নাজিরপুরে ব্যবসায়ীকে জুতা পেটা !!

পিরোজপুর প্রতিনিধি >>
নির্বাচন শেষ হওয়ার প্রায় মাস পেরোতে চললেও এখনও চলছে সহিংশতা। তবে তা বিজিত প্রার্থীর নয় বিজয়ী প্রার্থীর পক্ষের লোক জনের। কারন তিনি সরকার দলীয় নৌকা প্রতিক নিয়ে জয়লাভ করেছেন ? ঘটনা গুলো ঘটছে পিরোজপুরের নাজির উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নে। রবিবার উপজেলার শ্রীরামকাঠী বন্দরে ইউপি নির্বাচনের জের ধরে সংখ্যালঘু পরিবারের এক ব্যবসায়ীকে জুতা পেটা ও মারধর করেছে নৌকা প্রতিক নিয়ে জয়লাভ করা উত্তম কুমার মৈত্র সমর্থক স্থানীয় সন্ত্রাসীরা।
হামলার শিকার ওই ইউনিয়নের খেজুরতলা গ্রামের বাসিন্দা ও ওই এলাকার পাগলবাড়ি বাজারের মুদি ব্যবসায়ী নির্মল হালদার। তিনি জানান,রোববার সকাল সাড়ে ১০টার দিকে দোকানের মালামাল কিনতে তিনি বন্দরের চরগলির বাবুল হাওলদারের দোকানে যান। এ সময় স্থানীয় দুলাল খার পুত্র কদম খান ও তার সহযোগী কিংকর হালদার ওই দোকনে প্রবেশ করে তাকে জুতাপেটা ও পরে মারধর করে। হামলায় আহত ওই ব্যবসায়ী জানান, তিনি আ’লীগ কর্মী তবে সদ্য সমাপ্ত উপনির্বাচনে প্রায়ত: চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এমএ মালেক বেপারীর পুত্র মিজানুর রহমান রিপনে পক্ষে কাজ করেছেন। এ কারনে বিজয়ী চেয়ারম্যান উত্তম মৈত্রর কর্মী স্থানীয় পংকজ পাগলের ইন্দনে তার উপর এ হামলা হয়েছে। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী বাবুল হাওলাদার সহ স্থানীয় একাধীক ব্যাক্তি ঘটনার সত্যতা স্বাীকার করে জানান, হামলাকারীরা সদ্য সমাপ্ত ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান উত্তম কুমার মৈত্রর কর্মী । অভিযুক্ত পংকজ পাগল এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।

ছবি > প্রতিকী

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...