ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী মাদ্রাসা ছাত্র নিহত

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী মাদ্রাসা ছাত্র নিহত

পিরোজপুর প্রতিনিধি >
ছাত্রলীগের ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পিরোজপুর সদর থানার কদমতলায় ছাত্রলীগ কর্মী সাকিব (১৭) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে ঐ ইউনিয়নের একপাই জুজখোলা গ্রামের ধোপাবাড়ী ব্রিজের কাছে । নিহত সাকিব অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আলতাফ হোসেনের ছেলে এবং পিরোজপুর ফাযিল মাদ্রাসার ছাত্র।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বিশ^াস জানান, সংগঠনের কমিটি গঠনের উদ্দেশ্যে সমর্থন সংগঠিত করতে রবিবার রাতে দলীয় নেতা-কর্মীদের সাথে সাকিব ঐ এলাকায় যায়। রাত নয়টার দিকে প্রতিপক্ষের কতিপয় কর্মী তাদের উপর লাঠিসোটা নিয়ে চড়াও হয়ে এলোপাথারি মারধর করতে থাকে। এ সময় লাঠির আঘাতে সাকিব মাথায় গুরুতর আহত হলে সাথের লোকজন পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থা খারাপ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে সাকিব মারা যান।
পুলিশ সূত্রে আরও জানা যায়, নিহত সাকিব কদমতলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হানিফ খানের সমর্থক। সে প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুক্তার সমর্থক ছাত্রলীগ কর্মীদের আক্রমণে নিহত হয়েছে। ওসি মো: মাসুমুর রহমান বিশ^াস জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক ভাবে জানাগেছে ইউনিয়নের ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধের জেড় ধরেই এ ঘটনা ঘটেছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু সাংবাদিকদের জানান, কদমতলা ইউনিয়নে ছাত্রলীগের কমিটি গঠনের কোন কমসূচী নাই। কে বা কারা সেখানে এ উদ্যোগ নিয়েছিল তাও জেলা কমিটির জানা নাই। সাকিবের নিহত হওয়ার দায়দায়িত্ব ছাত্রলীগ বহন করে না।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...