ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ইন্দুরকানীতে যুদ্ধাপরাধ মামলার বাদীকে হত্যা এবং স্ত্রী ও কন্যাকে ধর্ষণের হুমকির অভিযোগে জিডি

ইন্দুরকানীতে যুদ্ধাপরাধ মামলার বাদীকে হত্যা এবং স্ত্রী ও কন্যাকে ধর্ষণের হুমকির অভিযোগে জিডি

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরের ইন্দুরকানীতে রাজাকার মান্নান খানের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা করায় মামলার বাদীকে প্রকাশ্যে হত্যা ও তার স্ত্রী এবং কন্যাকে ধর্ষণের হুমকি দেয়ার অভিযোগে থানায় মান্নান খান ও তার পুত্রের বিরুদ্ধে জিডি করেছে বাদী দেলোয়ার হোসেন ফরাজী । ডায়েরী সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল ইন্দুরকানী থানার রামচন্দ্রপর গ্রামের মৃত জুলমত আলী খানের ছেলে আঃ মান্নান খানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের ১৯ টি অভিযোগে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে একই গ্রামের দেলোয়ার হোসেন ফরাজী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান আগামী ৩মে শুনানির দিন ধার্য করেন। এঘটনায় ক্ষিপ্ত হয়ে রাজাকার মান্নান খান এবং তার ছেলে রফিকুল ইসলাম বাদীর বাড়িতে গিয়ে প্রকাশে বাদীকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং মামলা তুলে না নিলে তাকে হত্যা করা হবে ও তার স্ত্রী ও কন্যাকে ধর্ষণ করা হবে বলে শাশায়। মামলায় তার পিতার বিরুদ্ধে ১৯৭১ সালে যেভাবে ধর্ষণের অভিযোগ করা হয়েছে এভাবে বাদীর স্ত্রী-কন্যাকে ধর্ষণ করা হবে বলে হুমকি দেয় মান্নান খানের ছেলে রফিকুল ইসলাম । এঘটনায় শনিবার মান্নান খান ও তার ছেলে রফিকুল ইসলামের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় সাধারণ ডায়েরী করেন দেলোয়ার ফরাজি। ডায়েরী নং-৮৪৫, তাং-২২-০৪-১৭। মামলার বাদী দেলোয়ার হোসেন জানান, মান্নান খানের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা করায় সে আমার বাড়িতে গিয়ে আমাকে সহ আমার পরিবারকে হত্যা ও আমার স্ত্রী-কন্যাকে ধর্ষণের হুমকি দিয়েছে।
মান্নান খান ও তার ছেলে রফিকুল অভিযোগ অস্বীকার করে বলেন, জমাজমি সংক্রান্তবিরোধের জের ধরে এ মামলা দায়ের করা হয়েছে। ৭১ সালে এ ধরনের কোন ঘটনাই ঘটেনি এ ইউনিয়নে। আর এ মামলার পর কোন ধরনের কথাই বলিনি আমরা বাদীর পরিবারের সাথে। তাদের এ অভিযোগ সম্পূর্ন অসত্য।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...