ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ইন্দুরকানীতে বাল্য বিয়ের অপরাধে বরের ও কনের পিতা সহ বরকে জরিমানা

ইন্দুরকানীতে বাল্য বিয়ের অপরাধে বরের ও কনের পিতা সহ বরকে জরিমানা

পিরোজপুর প্রতিনিধি >

পিরোজপুরের ইন্দুরকানীতে বাল্য বিয়ে দেয়ার অপরাধে বর, বর ও কনের পিতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা এ জরিমানা করেন।
জানা গেছে, উপজেলার বালিপাড়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আঃ কাদের শেখের ছেলে মোঃ জাহিদুল শেখ (১৯) ও একই ইউনিয়নের কলারণ গ্রামের মোঃ ইব্রাহিম মাঝির মেয়ে কলারণ ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী মোসাঃ আমেনা আক্তার (১৬) এর সাথে গত বৃহস্পতিবার পারিবারিক ভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের ১দিন পর খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ বর-কনে ও উভয়ের পিতাকে আটক করে থানায় নিয়ে আসে। শনিবার তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা শুনানি শেষে বরের বাবাকে ২ হাজার ৫শ’ টাকা, বরকে ২ হাজার ৫শ’ টাকা ও কনের বাবাকে ২ হাজার ৫শ’ টাকা করে মোট ৭ হাজার ৫শ’ টাকা জরিমান করেন। পরে তারা মুচলেকা দিয়ে ছাড়া পান।
এব্যাপারে ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, বাল্য দিয়ে দেয়ার অপরাধে বর, কনে ও তাদের উভয়ের পিতাকে আটক করে ভ্রাম্যমান আদালেত হাজির করলে আদালত তাদেরকে আর্থিক জরিমানা করে ছেড়ে দেয়। ওসি মোঃ নাসির উদ্দিন জানান, এ উপজেলাকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হলেও আইন অমান্য করে একের পর এক গোপনে ঘটে চলেছে বাল্য দিয়ে। প্রশাসন কঠোর অবস্থানে থাকলেও তাদের অগোচরে হচ্ছে এ সব বাল্য বিয়ে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...