ব্রেকিং নিউজ
Home - অপরাধ - নাজিরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা : ৮জন আহত

নাজিরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা : ৮জন আহত

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরের নাজিরপুরে নির্বাচনোত্তর সহিংসতায় আশ্রমের ভ্রক্ষ্মচারী সহ ৮ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের বন্দরস্থ ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। গুরুতর আহত শ্রীরামকাঠী ইউনিয়নের সুনিল কুমার আচার্যের আশ্রমের ভ্রক্ষ্মচারী ও পরিচালক বিধান চন্দ্র সমাদ্দর জানান, তিনি ওই সময় তার আশ্রমের জন্য বাজারের উদ্দেশ্যে যেতে থাকলে স্থানীয় নারায়ন মিস্ত্রীর উপস্থিতিতে তার পুত্র নয়ন মিস্ত্রী (২০) (নৌকা সমর্থক) তাকে এলোপাতাড়ি মারপিট করে। এ ঘটনা শুনে আশ্রমের কিছু ছাত্ররা সেখানে গেলে নৌকা সমর্থক ২০/২৫জন মিলে আশ্রমের বাসিন্দা এইচএসসি পরীক্ষার্থী অয়ন ঢালি (১৭) ও মলয় মৈত্র (১৭) ,¯œাতক দ্বিতীয় বর্ষের ছাত্র হিরন শিকদার (২০) ,চয়ন হালদার (২০) , সুমন মৈত্র (২০), উজ্জল (২০) ও প্রান্ত সরকার (২০) কে মারধর করে আহত করে। এ ব্যাপারে আশ্রমের পরিচালক বিধান চন্দ্র সমাদ্দর জানান, আমাকে স্থানীয় ইউপি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে বলায় আমি তা না করায় নৌকার লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তবে তিনি জানান, যেহেতু হিন্দু সম্প্রদায়ের মধ্যে এ ঘটনা এবং হামলাকারীরা না বুঝে ঘটনা ঘটিয়েছে তাই নিজেদের মধ্যে পরবর্তীতে কোন সমস্যা না হয় তার জন্য কোন মামলা করি নাই।এ ব্যাপারে নয়নের পিতা নারায়ন মিস্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি মারামারি কথা অস্বীকার করে জানান, তাদের দু’জনে মধ্যে ধাক্কা ধাক্কী হয়েছে মাত্র। এ ব্যাপারে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাবিবুর রহমান জানান ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হলেও আশ্রমের সন্নাসী সুনিল কুমার আচার্য সহ স্থানীয় আ’লীগের উদ্যোগে বিষয়টি সমাধান করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...