ব্রেকিং নিউজ
Home - অপরাধ - স্বরূপকাঠিতে সুন্দরী কাঠ বহনের দায়ে কারাদন্ড

স্বরূপকাঠিতে সুন্দরী কাঠ বহনের দায়ে কারাদন্ড

 

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরের স্বরূপকাঠিতে সুন্দরবনের সংরক্ষিত বন এলাকা থেকে কাঠ কর্তন, সংরক্ষণ ও পরিবহনের দায়ে বেলায়েত হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির আহমেদ ওই আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত বেলায়েত বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকার জয়নাল আবেদীনের পুত্র।
উপজেলা বন কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন জানান, সুন্দরবন বিভাগের বগি রেঞ্জ এলাকা থেকে বৈধ পাস নিয়ে গোলপাতার ব্যবসার আড়ালে বেলায়েত হোসেন নৌকায় লুকিয়ে নিষিদ্ধ সুন্দরী,গেউয়াসহ বিভিন্ন প্রজাতির কাঠ নিয়ে স্বরুপকাঠীর ইন্দুরহাটে বিক্রি করতে আসেন। বৃহস্পতিবার রাতে বন বিভাগ ও কোস্টগার্ড দক্ষিন কৌরিখাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে বেলায়েতকে আটক করে অবৈধ কাঠসহ গোলপাতার নৌকাটি জব্দ করে থানায় নিয়ে আসেন। পরে গ্রেফতারকৃত বেলায়েতকে শুক্রবার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বন আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...