ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ইন্দুরকানিতে সাড়ে তিন কেজি গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইন্দুরকানিতে সাড়ে তিন কেজি গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় সাড়ে তিন কেজি গাঁজা ও ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। সোমবার রাতে উপজেলার চরনী পত্তাশী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার গোয়াবাড়িয়া এলাকার মৃত আলী আহমেদ শেখের ছেলে নজির শেখ (২৭) এবং একই উপজেলার কালকেবাড়ী এলাকার মো. করিম শেখের ছেলে মো. রানা শেখ (১৮)।
মঙ্গলবার দুপুরে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চরানিপত্তাশী এলাকায় র‌্যাব-৮ এরএকটি টহলদল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করে র‌্যাব। পরে নজির শেখের দেহে তল্লাশি চালিয়ে ১০৫ পিস ইয়াবা জব্দ করা হয় এবং রানার হাতে একটি ব্যাগ থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. মামুনুর রশিদ খান বাদী হয়ে মঙ্গলবার সকালে ইন্দুরকানি থানায় একটি মামলা দায়ের করেন।
ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, সোমবার রাতে ওই দুই মাদক ব্যবসায়ীর তথ্য অনুযায়ী আরও দুই মাদক সেবীকে আটক করা হয়। উপজেলার বালিপাড়া থেকে ৫০ গ্রাম গাঁজাসহ শহিদ (৩০) এবং ঘোষেরহাট থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ আলামিনকে আটক করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...