ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় দুই প্রবাসির বাড়িতে ডাকাতি : ১০ লাখ টাকার মালামাল লুট

মঠবাড়িয়ায় দুই প্রবাসির বাড়িতে ডাকাতি : ১০ লাখ টাকার মালামাল লুট

মঠবাড়িয়া প্রতিনিধি >>
পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই প্রবাসির বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার গুলিসাখালী ইউনিয়নের উত্তর হলতা গ্রামের সৌদি প্রবাসি শাহিন হাওলাদার ও তুষখালী ইউনিয়নের শাখারীকাঠি গ্রামের মালয়েশিয়া প্রবাসি কবির হোসেন হাওলাদারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় সশস্ত্র ডাকাত দল দুই প্রবাসির পরিবাররের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ আনুমানিক দশ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
উত্তর হলতা গ্রামের গৃহকর্তা সৌদি প্রবাসি শাহিন জানান, , তিনি দেড় মাস পূর্বে সৌদি থেকে বাড়িতে আসেন। শনিবার দিবাগত রাত সাড়ে বারটার দিকে ৭/৮ জনের সশস্ত্র ডাকাতদল সিঁদ কেঁটে ঘরে প্রবেশ করে। পরে ডাকাতরা ঘরের দোতলার সিঁড়ির দরজা ভেঙ্গে পরিবারের লোকজনকে দড়ি দিয়ে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ৯ ভরি স্বর্ণ, নগদ ৩৬হাজার টাকা ও ৮টি মোবাইল ফোনসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়।

অপর দিকে উপজেলার শাখারিকাঠী গ্রামের গৃহকর্তা মালয়েশিয়া প্রবাসী কবির হোসেনের স্ত্রী রেকসনা বেগম জানান, শনিবার রাত তিনটার দিকে ৫/৬ জনের ডাকাতদল বসত ঘরের গ্রীল কেটে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় ডাকাতরা প্রায় ৮ভরি স্বর্ণালংকার, নগদ ১২হাজার টাকা, মোবাইল ফোনসেটসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে.এম তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডকাতি নয়, দস্যুতার অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...