ব্রেকিং নিউজ
Home - অপরাধ - নাজিরপুরে স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা

নাজিরপুরে স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা

 

পিরোজপুর প্রতিনিধি >>

পিরোজপুরের নাজিরপুরে সমীরণ মজুমদার (৪০) নামের এক স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ নিহতের বাড়ির পাশের মন্টু নামের এক যুবককে আটক করেছে। বুধবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের পশ্চিম বানিয়ারি গ্রামে এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জের ধরে ওই স্কুল শিক্ষক হত্যাকান্ডের শিকার হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহত স্কুল শিক্ষক উপজেলার পশ্চিম বানিয়ারি গ্রামের শৈলেন্দু মজুমদারের ছেলে । সে পশ্চিম বানিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

নিহত স্কুল শিক্ষকের সংযুক্তা মজুমদার (৯), সুবিতা মজুমদার (৫) নামের ২টি কন্যা ও অপু মজুমদার নামের দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত তিনটার দিকে সমীরণের বসত ঘরের সিঁদ কেটে এক ব্যক্তি ঘরে ঢুকে। এসময় ঘরের লোকজন টের পেলে ওই ব্যাক্তি বের হয়ে যায়। পরে সমীরন দরজা খুলে বােির বের হলে বাইরে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা সমীরণকে ধারালো অস্ত্রদারা এলোপাতারী কুপিয়ে আহত করে। তার চিৎকার শুনে স্ত্রী স্বপ্না মজুমদার(২৮) এগিয়ে এলে তাকেও কুপিয়ে যখম করে সন্ত্রাসীরা। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন সমীরণ মজুমদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোর পাঁচটার দিকে তিন মারা যান। সমীরণের স্ত্রী স্বপ্না মজুমদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহামাদ মাইনুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সন্দেহ করা হচ্ছে জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আটক করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...