ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় কলেজ ছাত্রী অপহরণের দেড় মাস পর উদ্ধার

মঠবাড়িয়ায় কলেজ ছাত্রী অপহরণের দেড় মাস পর উদ্ধার

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় অপহৃত এক কলেজ ছাত্রী(১৭) অপহরণের দেড় মাস পর উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় মঠবাড়িয়া থানা পুলিশ উপজেলার বড়হারজি গ্রাম থেকে তাকে থেকে উদ্ধার করে। ওই কলেজ ছাত্রী উপজেলার বাঁশবুনিয়া গ্রামের বাসিন্দা ও পার্শবর্তী সিংখালী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী।

আজ শুক্রবার সকালে থানা পুলিশ কলেজ ছাত্রী মিতুকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠিয়েছে।
থানাসূত্রে জানাযায়, স্থানীয় বাঁশবুনিয়া গ্রামের জনৈক এক কৃষকের অপর কলেজ পড়ুয়া বড় মেয়েকে শৌলা গ্রামের ফিরোজ হাওলাদের বখাটে ছেলে জসিম বারবার প্রেম নিবেদন করে ব্যর্থ হয়। সম্প্রতি ওই কলেজ ছাত্রীর পরিবারের তাকে অন্যত্র বিয়ে দিলে বখাটে ক্ষুব্ধ হয়ে গত ২ ফেব্রুয়ারি সকালে তার কলেজ পড়ুয়া ছোট বোন কলেজে যাবার পথে বখাটে জসিম ও তার দলবল অপহরণ করেন। এঘটনায় ওই দিন কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে জসিমসহ ১০ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ

মামলার ৩নং আসামী বাপ্পী জেল হাজতে থাকলেও বাখাটে জসিমসহ ৪ আসামী উচ্চ আদালতের জামিনে রয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম ওই কলেজ ছাত্রী উদ্ধার ও ডাক্তারী পরীক্ষার কথা নিঃশ্চিত করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...