ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় পাল্টাপাল্টি মামলায় তিন মুক্তিযোদ্ধা পরিবার ঘর ছাড়া

মঠবাড়িয়ায় পাল্টাপাল্টি মামলায় তিন মুক্তিযোদ্ধা পরিবার ঘর ছাড়া

মঠবাড়িয়া প্রতিনিধি >>

তুচ্ছ ঘটনার জের ধরে পাল্টাপাল্টি মামলায় পিরোজপুরের মঠবাড়িয়ায় তিন মুক্তিযোদ্ধা পরিবার গ্রেফতার আতঙ্কে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

থানা সূত্রে জানাযায়, গত ৮ মার্চ সকালে উপজেলার নলীগোলবুনিয়া গ্রামে বিরোধীয় জমির ক্ষেতের কলাই তোলাকে কেন্দ্র করে মৃতঃ মনোহর বিশ্বাসের পুত্র জীবন বিশ্বাস ও স্বপন বিশ্বাস সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই সহোদরসহ উভয় পক্ষের ৫জন গুরুতর যখম হয়। এ ঘটনায় আহতরা চিকিৎসাধিন থাকা অবস্থায় প্রতিপক্ষ স্বপনের পুত্র সঞ্জয় বিশা¦স বাদী হয়ে আপন চাচা জীবন বিশ্বাসসহ মুক্তিযোদ্ধা বীরেন্দ্র নাথ বিশ্বাস, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দিলীপ কুমার বিশ্বাস ও সঞ্জিব বিশ্বাসসহ ১০জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন। অপর দিকে প্রতিপক্ষ জীবন বিশ্বাসও ছোট ভাই স্বপন বিশ্বাসসহ ১৬ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি পাল্টা মামলা দায়ের করেন। মামলা ও পাল্টা মামলায় ওই এলাকায় গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।
মামলার আসামী মুক্তিযোদ্ধা বীরেন্দ্র নাথ বিশ্বাস জানান, এই হামলার ঘটনার সময় আমি একটি স্থানীয় শালিশ বৈঠকে উপস্থিত ছিলাম। আমাকে উদ্দেশ্য মূলক জড়ানো হয়েছে। মু্িক্তযোদ্ধা হয়েও এবং ঘটনার সাথে জড়িত না থেকেও গ্রেফতারের ভয়ে আমরা ঘর ছাড়া।
মামলার অন্যতম আসামী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সঞ্জিব বিশ্বাস জানান, আমি ভাতিজা সঞ্জয় বিশ্বাস ও স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী সৌরভ হালদারের প্রতিহিংসার স্বীকার।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এম তারিকুল ইসলাম মামলা ও পাল্টা মামলার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে ঘটনার সাথে প্রকৃত দোষিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...