ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ইন্দুরকানীতে সংখ্যালঘুর বাড়িতে হামলা ভাংচুর বাড়ি ছাড়ার হুমকির অভিযোগ

ইন্দুরকানীতে সংখ্যালঘুর বাড়িতে হামলা ভাংচুর বাড়ি ছাড়ার হুমকির অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি >>
পিরোজপুরের ইন্দুরকানীতে এক সংখ্যালঘুর বাড়িতে হামলা ভাংচুর করে ও বাড়ি থেকে চলে যাওয়ার হুমকি দিয়েছে প্রতিপক্ষ কাজী পরিবার। জানা যায়, রোববার রাতে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরনী পত্তাশী গ্রামে পরিকল্পিত ভাবে নিখিল মনির বাড়িতে একই গ্রামের আয়নাল কাজী, সাখাওয়াত কাজী ও কাওসার কাজীর নেতৃত্বে কাজী পরিবারের লোকজন হামলা চালিয়ে ঘরের বেড়া, দরজা, পাকেরঘর ভাংচুর ও ঘরের পিড়া কেটে ফেলে।

এর আগে ওই দিন দুপুরে কাজী পরিবারের লোকজন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিখিল মনির স্ত্রী ও পরিবারের সদস্যদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। স্থানীয়রা জানান, মোশাররফ কাজী ও জয়নাল কাজী দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান দ্বন্দের জের ধরে দুই ভাইয়ের লোকজন একে অপরের উপর দোষ চাপানোর জন্য সংখ্যালঘুর বাড়িতে হামলা চালায়।

এবিষয়ে পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন জানান, মোশাররফ কাজীর লোকজন মনির পরিবারকে উচ্ছেদের জন্য তার বাড়িতে হামলা চালায় ও ভয়ভীতি প্রদর্শণ করেছে বলে পরিবারের পক্ষ থেকে আমার কাছে অভিযোগ করেছে।
এবিষয়ে ক্ষতিগ্রস্ত নিখিল মনি জানান, কাজী পরিবারের লোকজন আমাদেরকে উচ্ছেদের জন্য বাড়িতে হামলা করে ভাংচুর করেছে এবং বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছে।

অভিযুক্ত মোশাররফ কাজীর মেয়ে মোর্শেদা জানান, আমাদেরকে হয়রানি করার জন্য আমার চাচা জয়নাল কাজী নিখিল মনির বাড়িতে হামলা চালিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে।

অপরদিকে জয়নাল কাজী জানান, সংখ্যালঘুদের জমি দখল করার জন্য আমার ভাই মোশাররফ কাজীর লোকজন নিখিল মনির বাড়িতে হামলা চালায়।

এবিষয়ে ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, সংখ্যালঘুর বাড়িতে হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...