ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে শিক্ষক ও পরীক্ষার্থীর কারাদন্ড

মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে শিক্ষক ও পরীক্ষার্থীর কারাদন্ড

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে মো. শহীদুল ইসলাম(৩০) ও পরীক্ষার্থীর মহসীন মিয়া হাওলাদার নামে এক পরীক্ষার্থীকে কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম ফরিদ উদ্দিন আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাপলেজা মডেযল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ভ্রাম্যমান আদালত বসিয়ে এ কারাদন্ডাদেশ দেন।
এতে অভিযুক্ত শিক্ষক মো. শহীদুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও পরীক্ষার্থী মহসীন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। সেই সাথে দন্ডিত পরীক্ষার্থীর খাতা জব্দ করে তাকে বহিস্কার করেন।
দন্ডিত স্কুল শিক্ষক শহীদুল ইসলাম উপজেলার সাপলেজা ইউনিয়নের হোপলপাতি গ্রামের মো. সুলতান মাহমুদের ছেলে । দন্ডিত পরীক্ষার্থী মো. মহসীন একই ইউনিয়নের ভাইজোরা গ্রামের মো. নূর হোসেন হাওলাদারের ছেলে ।
থানা ও স্কুল সূত্রে জানাগেছে, আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার শেষ দিনে স্থানীয় সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে হিসাব বিজ্ঞান পরীক্ষায় স্থানীয় ভাইজোরা জেকেএইচ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বানিজ্য বিভাগের ছাত্র মহসীন মিয়াকে ওই বিদ্যালয়ের শিক্ষক মো. শহীদুল ইসলাম নকল সরবরাহ করেন। এসময় ওই পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ট্যাগ অফিসার) উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাতে নাতে শিক্ষক ও পরীক্ষার্থী ডেকে নিয়ে পরীক্ষার উত্তরপত্র ও প্রশ্নপত্র জব্দ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম ফরিদ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে শিক্ষক ও পরীক্ষার্থীকে কারাদন্ডাদেশ প্রদান করেন।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...