ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে মাদকসেবীর ধারালো অস্ত্রের কোপে পুলিশের এএসআই আহত : গ্রেফতার-২

পিরোজপুরে মাদকসেবীর ধারালো অস্ত্রের কোপে পুলিশের এএসআই আহত : গ্রেফতার-২

পিরোজপুর প্রতিনিধি >
পিরোজপুরের ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালে ডিবি পুলিশের এক এএসআই কে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। আহত পুলিশের এএসআই মো: মঈনুদ্দীন কে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ৮ টার দিকে সদর উপজেলার ধূপপাশা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আহমাদ মাঈনুল হাসান। এ ঘটনায় ডিবির এসআই নূরুল আমিন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে মামলা করেন। রাতে পুলিশ পৌর শহরের মাছিমপুর এলাকার মৃত আমজাদ হোসেন হাওলাদারের ছেলে আরিফুল ইসলাম বাবু ও ধুপপাশা এলাকার আলম মোল্লার ছেলে ছাব্বির হোসেন রাজন মোল্লাকে গ্রেফতার করে।
রাতে এ ব্যাপারে হাসপাতালে খবর সংগ্রহ করতে গেলে পুলিশ কিছু জানাতে অপরাগতা জানায়। পরে বৃহস্পতিবার পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান সংবাদ সম্মেলন করে জানান, বরিশাল রেঞ্জের ডি আইজি এবং পিরোজপুরের পুলিশ সুপারের নির্দেশে মাদকবিরোধী অভিযান জোরদার করার লক্ষে বিভিন্ন স্থানে অভিযান চালান হয়। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি টিম শহরের ধুপপাশা এলাকায় মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চালায়। এসময় মাদকব্যবসায়ী ছাব্বির হোসেন রাজন মোল্লাকে ডিবি পুলিশের এএসআই মাঈনুদ্দিন ঝাপটে ধরলে আরিফুল ইসলাম বাবু দা দিয়ে মাঈনুদ্দিনকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় । পরে মাঈনুদ্দিনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় । তাকে ১০টির মত সেলাই দিতে হয়েছে। আহমাদ মাঈনুল হাসান আরো জানান, এ ঘটনায় পুলিশ মোটেও বিচলিত নয় বরং জড়িতদের আটকের জন্য শাড়াশি অভিযান চলছে ।
পিরোজপুর সদর হাসাপাতালের চিকিৎসক ডা. মো: ইসতিয়াক আহম্মেদ জানান, রাত ৮ টার দিকে পুলিশের এক সদস্যকে জখম অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় তার হাতে জখম সহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তাকে হাসপাতালের অবজারভেশন রুমে রাখা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...