ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মঠবাড়িয়ায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়ায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ, মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রয় ও মজুদ রাখার অভিযোগে পৌর শহরের ৫টি ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আদালত অভিযুক্ত ব্যবসায়িদের ১৪ হাজার ৩০০টাকা জরিমানার আদেশ দেয়।
আজ বুধবার দুপুরে পিরোজপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের সানরাইজ মিনি চাইনিজ এন্ড রেষ্টুরেন্ট, নন্দন ব্রেড এন্ড ফুড, রাইসা জেনারেল স্টোর, শরীফ ফুড ফেয়ার, ইউনুচ খাবার হোটেলকে জরিমানা করে।
এ সময় ক্যাবের সদস্য মো. জাহাঙ্গীর মোল্লা, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর রাম কৃষ্ণ সাহা, স্বাস্থ্য সহকারী মনি রানীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পিরোজপুর জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...